হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়
উত্তর চর্থা, ১২নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, কুমিল্লা।
ইন নং- 105781,   ইনস্টিটিউট কোড - 7839

Principal Image

খোদেজা বেগম

প্রধান শিক্ষকের বানী
প্রধান শিক্ষক
খোদেজা বেগম

Education is what we acquire from formal institution for operating our life and are able to use it for the betterment of human being, nation and global world. যথার্থ মানুষ গড়ার হাতিয়ার হলো শিক্ষা আর এ শিক্ষার জন্য চাই সুপরিকল্পিত পাঠ্যক্রম, একনিষ্ঠ তত্ত্বাবধান এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অল্পবয়সী শিশুদের মনগুলো অতি নমনীয়। তাই তাদেরকে সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হলে তাদের অভিভাবকদের অবশ্যই শুরু থেকে যত্নবান ও সচেতন হতে হবে। কেননা, সঠিক পরিকল্পনা সফলতার অর্ধেক। যেহেতু পিতা-মাতা হচ্ছে সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। জীবন গড়ার শুরু থেকেই যদি ছাত্র-ছাত্রীরা সঠিক দিক নিদের্শনা লাভ করতে না পারে তাহলে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে। মানুষ তার এই ছোট জীবনে সবকিছু পায় না, সেটা সম্ভবও নয়। তাই আমরা যেন প্রাপ্ত আনন্দের মুর্হুতগুলোকে বেদনার চাদরে না জড়িয়ে আনন্দ গুলো উপভোগ করি। শিক্ষার মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো হলো শিক্ষক, শিক্ষাক্রম, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি, প্রয়োজনীয় পরিবেশ, ধারাবাহিক পর্যবেক্ষন ও অভিভাবকের সচেতনতা। ধারাবাহিকভাবে এ সকল উপাদানের মাধ্যমে শিক্ষার গুনগত মানের উন্নয়ন ও হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় থেকে আজ পর্যন্ত একটি মান সম্মত সিলেবাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা দিয়ে আসছে। মেধাবী ছাত্রদের মেধা বিকাশ ও দুর্বল ছাত্রদেরকে ঘরোয়া পরিবেশে পাঠদানের মাধ্যমে সঠিক সময়ে ইনকোর্স ও সেমিষ্টার পরীক্ষা সম্পন্ন করে থাকে। এক ঝাঁক মেধাবী আত্মনিবেদিত, সৃজনশীল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা ও সহ শিক্ষা কার্যক্রমের সু-সমন্বিত প্রয়োগ ও নিরবচ্ছিন্ন চর্চায় এই জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে উঠবে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল অর্জন করে তোমরাও একজন আলোকিত মানুষ হয়ে উঠবে এবং তোমাদের জ্ঞানের আলো গড়ে তুলবে আরও অসংখ্য অমৃত সন্তান যাদের প্রধান ব্রত হবে মানবসেবা। পরিশেষে শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক ও হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শুভাকাঙ্খিদের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। খোদেজা বেগম প্রধান শিক্ষক হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।